হুগলি জেলার ৫টি খুবই জনপ্রিয় দর্শনীয় স্থান
হুগলি জেলার ৫টি খুবই জনপ্রিয় দর্শনীয় স্থান আমরা যদি পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রটিকে খুব ভালোভাবে দেখি তাহলে এই জেলাটি আমাদের সবার দিষ্টি আকর্ষণ করবেই। ভাগীরতি বা হুগলি নদীর তীরে অবস্থিত এই হুগলি জেলা। এই হুগলি জেলায় রয়েছে অসংখ্য ধর্মীয় স্থান, এছাড়াও রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক স্থান। এই হুগলি জেলার নামকরণের কোনো বিদেশীকৃত নেই, কারণ ১৪৯৫ সালে মনসামঙ্গল কাব্যে এই জেলার নাম উল্লেখ আছে যেটি লিখেছেন বিপ্রদাস পিল্লা। এর ২২ বছর পর পর্তুগিজরা বাংলায় প্রবেশ করেছিল। এই আর্টিকেলটিতে, আপনি হুগলি জেলার নিম্নলিখিত স্থানগুলি ব্যাপারে জানতে পারবেন ১. ব্যান্ডেল চার্চ ২. হুগলি ইমামবাড়া ৩. তারকেশ্বর মন্দির ৪. চন্দননগর মিউজিয়াম ৫. কামারপুকুর ১. ব্যান্ডেল চার্চ ব্যান্ডেল চার্চ নামটি কমবেশি সবাই শুনেছি, ইংরেজি বছরের শেষ দিকে এই নামটি একটু বেশি শোনা যায়। বছরের এই শেষের সময় টিতে মানুষজন একটু ঘুরতে যেতে পছন্দ করে, আর এরমধ্যে মানুষের মনে যেইগা করে নিয়েছে ব্যান্ডেল এর গির্জাটি। এটি পশ্চিমবঙ্গের প্রাচীন গির্জা গুলির মধ্যে একটি, যার পোষাকি নাম 'দি ব্যাসিলিকা অফ দি হোলি-রোসারি, ব্যান্ডেল'। কেউ ...