Posts

Showing posts from November, 2023

হুগলি জেলার ৫টি খুবই জনপ্রিয় দর্শনীয় স্থান

Image
হুগলি জেলার ৫টি খুবই জনপ্রিয় দর্শনীয় স্থান আমরা যদি পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রটিকে খুব ভালোভাবে দেখি তাহলে এই জেলাটি আমাদের সবার দিষ্টি আকর্ষণ করবেই। ভাগীরতি বা হুগলি নদীর তীরে অবস্থিত এই হুগলি জেলা। এই হুগলি জেলায় রয়েছে অসংখ্য ধর্মীয় স্থান, এছাড়াও রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক স্থান।  এই হুগলি জেলার নামকরণের কোনো বিদেশীকৃত নেই, কারণ ১৪৯৫ সালে মনসামঙ্গল কাব্যে এই জেলার নাম উল্লেখ আছে যেটি লিখেছেন বিপ্রদাস পিল্লা। এর ২২ বছর পর পর্তুগিজরা বাংলায় প্রবেশ করেছিল। এই আর্টিকেলটিতে, আপনি হুগলি জেলার নিম্নলিখিত স্থানগুলি ব্যাপারে জানতে পারবেন ১. ব্যান্ডেল চার্চ ২. হুগলি ইমামবাড়া ৩. তারকেশ্বর মন্দির ৪. চন্দননগর মিউজিয়াম ৫. কামারপুকুর ১. ব্যান্ডেল চার্চ ব্যান্ডেল চার্চ নামটি কমবেশি সবাই শুনেছি, ইংরেজি বছরের শেষ দিকে এই নামটি একটু বেশি শোনা যায়। বছরের এই শেষের সময় টিতে মানুষজন একটু ঘুরতে যেতে পছন্দ করে, আর এরমধ্যে মানুষের মনে যেইগা করে নিয়েছে ব্যান্ডেল এর গির্জাটি। এটি পশ্চিমবঙ্গের প্রাচীন গির্জা গুলির মধ্যে একটি, যার পোষাকি নাম 'দি ব্যাসিলিকা অফ দি হোলি-রোসারি, ব্যান্ডেল'। কেউ ...

শীতে ঘুরতে যাবার ভারতের বিখ্যাত ৫টি জায়গা

Image
শীতে ঘুরতে যাবার ভারতের বিখ্যাত ৫টি জায়গা আমরা কম বেশি সকলেই ঘুরতে যেতে খুবই পছন্দ করি। তবে ঘোরার জন্য নির্দিষ্ট করে কোনো সময় হয় না, তবুও আমরা ঘুরতে যাবার জন্য শীতকালকেই বেছ নেই। রাজস্থানের মতো তীব্র গরম জায়গা যেখানে আমরা গরমে যেতে পারি না অথবা তুষারে ঢাকা পর্বত-মালা বা কুয়াশায় মোড়ানো লেক মত জেইগা হলো শীতকলে ভ্রমনপিপাসুদের ঘুরে যাবার পছন্দের জায়গা। বাঙালিদের কাছে শীতকাল লেপ, কম্বলটা যতটা গুরত্বপূর্ণ টিক ততটাই গুরত্বপূর্ণ কোথাও ঘুরতে যাওয়া । প্রতিটি বাঙালি পরিবারে তেই পছন্দের জায়গা আর বাজেটে কথা মাথায় রেখে শীতকালে কোথায় ঘুরতে যাওয়া যেতে পারে, তা নিয়ে বছরের কটা দিন সিরিয়াস রকমের আলোচনা চলতে থাকে। শীতকালকে ঘোরার জন্য ভালো সময় বলে মনে করা হয়, তাই অনেকেই প্যাচপ্যাচে গরম থেকে রেহাই পেতে, শীতকালে ঘুরতে যেতে চান। তবে শীতকালে কোথায় ঘুরতে যাওয়া যেতে পারে তা নিয়ে ভাবছে, একদম না ভেবে আপনি ঘুরে আস্তে পারেন ভারতের এই জায়গা গুলো থেকে। এই সব জায়গা গেলে প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ তো হবেন সঙ্গে সেই সব জায়গা থেকে আপনি ফিরে আসতে চাইবেন না শীতকালে কেন বেড়াতে যাওয়া উচিত? এর উত্তর...